en

তদ্ভব শব্দ কাকে বলে?

উত্তর(১):- বাংলা ভাষার অধিকাংশ শব্দ সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ থেকে সংগৃহীত করা হয়েছে। এর মধ্যে কিছু শব্দ সরাসরি বাংলা ভাষায় এসেছে আর কিছু কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে। যে সকল শব্দ সংস্কৃত থেকে কিছুটা বিকৃত হয়ে বাংলায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলে।

উত্তর(২):- বাংলা ভাষার অধিকাংশ শব্দ সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ থেকে এসেছে। এর মধ্যে কিছু শব্দ সরাসরি বাংলা ভাষায় এসেছে আর কিছু কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে। যে সকল শব্দ সংস্কৃত থেকে কিছুটা বিকৃত হয়ে বাংলায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলে।

আরও জানুন:-

প্রশ্ন: মা কাকে বলে

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো